ডেস্ক রিপোর্ট:
দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। সেই সঙ্গে সমাবেশস্থলসহ আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন।
বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন সম্বলিত বিভিন্ন স্লোগানে মাতিয়ে তুলেছেন নেতাকর্মীরা।
ইতিমধ্যে সভামঞ্চে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শামীম ওসমান সভামঞ্চ থেকে বিভিন্ন স্লোগান তুলে ধরছেন আর নেতাকর্মীরা তার সঙ্গে গলা মিলিয়ে সমাবেশস্থল কাঁপিয়ে তুলেছেন।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এই জনসমাবেশকে নিয়ে বেশ উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বললেন, দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে আমরা সকলেই আনন্দিত উচ্ছাসিত।
সর্বশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা।