Date: January 03, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / প্রেমিক চিরাগের সঙ্গে ‘নাগিন’খ্যাত অভিনেত্রীর রাজকীয় বিয়ে

প্রেমিক চিরাগের সঙ্গে ‘নাগিন’খ্যাত অভিনেত্রীর রাজকীয় বিয়ে

March 14, 2023 08:08:59 PM   ডেস্ক রিপোর্ট
প্রেমিক চিরাগের সঙ্গে ‘নাগিন’খ্যাত অভিনেত্রীর রাজকীয় বিয়ে

রূপালি জগৎ ডেস্ক:
দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করলেন ‘নাগিন’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। গত সোমবার প্রেমিক চিরাগের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হিন্দি ভাষার টিভি সিরিজ ‘ইয়ে হ্যায় মহাব্বতে’-এর এই অভিনেত্রী।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর চিরাগের সঙ্গে বাগদান সারেন কৃষ্ণা মুখার্জি। সোমবার গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এসময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। গোয়ায় সমুদ্রের ধারে বিলাসবহুল একটি রিসোর্টে বসেছিল তাদের রাজকীয় বিয়ের আসর।
বিয়ের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কৃষ্ণা। তাতে দেখা যায়, বাঙালি রীতিতে বর-কনের বেশে বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন কৃষ্ণা। লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে একেবারে বাঙালি সাজে বরের বেশে ধরা দেন পাত্র চিরাগ। এসব ছবির ক্যাপশনে কৃষ্ণা লিখেছেন, ‘একজন বাঙালি মেয়ে সারাজীবনের জন্য পার্সি ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলো।’
২০১৪ সালে ‘ঝাল্লি অঞ্জলি’ টিভি সিরিজের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি হয়। তবে ২০১৬ সালে ‘ইয়ে হ্যায় মহাব্বতে’ সিরিজে আলিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো, ‘নাগিন’, ‘এ হে আশিকি’ প্রভৃতি।