Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ-ভারত সিরিজের

পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ-ভারত সিরিজের

December 04, 2022 08:24:44 PM   ক্রীড়া প্রতিবেদক
পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ-ভারত সিরিজের

ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৭ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। এবারের সফরে পূর্ণশক্তির দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজ, সুপার লিগের অংশ না হলেও টেস্ট সিরিজের পয়েন্ট যোগ হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতাতে। ঢাকায় পা রেখে অবশ্য লম্বা বিশ্রামের সুযোগ নেই কোহলিদের সামনে। নেমে পড়তে হয়েছে অনুশীলনে।  রোববার শুরু মাঠের লড়াই। মিরপুরের মাঠেই দ্বিতীয় ওয়ানডে শুরু আগামী বুধবার। এরপর দুই দলই চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডের পর, প্রথম টেস্ট ম্যাচটিও অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।

এক নজরে দেখে নেয়া যাক, ওয়ানডে ও টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ান ডে: ৪ ডিসেম্বর, রোববার (মিরপুর)
দ্বিতীয় ওয়ান ডে: ৭ ডিসেম্বর, বুধবার (মিরপুর)
তৃতীয় ওয়ান ডে: ১০ ডিসেম্বর, শনিবার (চট্টগ্রাম)

টেস্ট সিরিজের সূচি
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর (চট্টগ্রাম)
দ্বিতীয় টেস্ট: ২২-২৬ ডিসেম্বর (মিরপুর)