জিল্লুর রহমান মানিক, নোয়াখালী:
আরও একটি পুরস্কার যোগ হলো চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সফলতার ঝুলিতে। সোনাইমুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৫তম বিজ্ঞা মেলায় মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপনে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়। সোনাইমুড়ী উপজেলার সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও আলিয়া মাদ্রাসা এ বিজ্ঞানে মেলায় অংশগ্রহণ করে। ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন- এই তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে। সেখানে দর্শনাথীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল ‘বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন’। দর্শনার্থীরা ঘুরে ঘুরে প্রকল্পগুলো পরিদর্শন করেন ও এর বিবরণ জানেন।
বিজ্ঞান মেলা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিন সুজন, উপজেলা শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ জনসাধারণ।
চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয় ‘মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট ভিলেজ’ প্রকল্পটি উপস্থাপন করেন। চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জীবন সরকারের নেতৃত্বে এ প্রকল্প উপস্থাপনে অংশগ্রহণ করে তাওসিফ রহমান, সুমাইয়া আক্তার, তানজিম জাহান, সুম্মা খাতুন।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক তুহিন মাহমুদ ও আমিনুল কবির। এই প্রকল্পে তারা এমন একটি বিজ্ঞানভিত্তিক স্মার্ট গ্রামের মডেল উপস্থাপন করেন যেখানে গ্রামে বসেই প্রতিটি নাগরিক সব ধরনের নাগরিক সুবিধা পেতে সক্ষম। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, যোগাযোগ, বিনোদন, কর্মস্থান, বাজারব্যবস্থাপনা, কৃষি, বিশুদ্ধ প্রকৃতি নিয়ে কীভাবে একটি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে যায় এবং প্রতিটি ক্ষেত্রে কীভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে উন্নত জীবনযাপন নিশ্চিত করা যায় তা তুলে ধরে প্রকল্প উপস্থাপক তাওসিফ রহমান। তার উপস্থাপনায় মুগ্ধ হন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ সকল দর্শনার্থীরা।
সারাদিন প্রদর্শনী শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও উপজেলা শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাটে অবস্থিত এ বিদ্যালয়টি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে ইতোমধ্যে পড়ালেখা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নতুন শিক্ষাক্রমের যথাযথ অনুসরণ ও বিভিন্ন কো-কারিকুলার একটিভিসে ঈর্ষণীয় সফলতা অর্জন করেছে। এরই সাথে যোগ হলো এই পুরস্কার।