Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ফরিদপুরে চলছে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

ফরিদপুরে চলছে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

February 22, 2023 12:16:51 PM   জেলা প্রতিনিধি
ফরিদপুরে চলছে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

স্টাফ রিপোর্টার:
ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে আট দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গ্রন্থ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওয়াহিদ প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩০টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরি মালিকরা গ্রন্থমেলায় অংশ নেন।
এদিকে গ্রন্থমেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার জন্য ৫২'র ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের অবদানের কথা স্মরণ করে বর্তমান প্রজন্মকে বাংলা ভাষার শুদ্ধ চর্চার কথা বলেন বক্তরা। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, দেশের গান, নাচ অনুষ্ঠিত হয়। আট দিনব্যাপী এ মেলায় মোট ২৬টি স্টল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় নির্ধারিত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে আয়োজকরা জানান।