Date: January 28, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুরে ২৫০ বোতল ফেনসিডিলসহ ‌গ্রেফতার ২

ফরিদপুরে ২৫০ বোতল ফেনসিডিলসহ ‌গ্রেফতার ২

June 27, 2024 08:45:24 AM   জেলা প্রতিনিধি
ফরিদপুরে ২৫০ বোতল ফেনসিডিলসহ ‌গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে২৫০ বোতল  ফেনসিডিল সহ ‌ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। একই সাথে মাদক পরিবহনে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বুধবার  বিকাল আনুমানিক ৫:৩০ মিনিটে র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের দুইশত পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- ১। মেহেরপুরের মুজিবনগর থানার মোঃ বাদশা শেখ (৪০) এবং কুষ্টিয়ার দৌলতপুরের মোঃ মামুন হোসেন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে র‌্যাবকে জানায়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।