সারাবছর ত্বকের সেভাবে যত্ন নেওয়া না হলেও উৎসবের সময় সবাই একবার অন্তত পালার্রে গিয়ে ফেসিয়াল করিয়ে থাকেন। ঝটপট উজ্জ্বল-কোমল পরিষ্কার ত্বকের জন্য ফেসিয়াল করাই একমাত্র উপায়।
ফেসিয়াল করার পর সবচেয়ে ভালো ফল পেতে যা করবেন না:
ফেসিয়াল করার সময় কিন্তু আপনার মুখের রোমকূপের মুখ খুলে যায়। তাই ওই দিন মেকআপ করবেন না।
মেকআপে থাকা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ রোমকূপের ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে।
ফেসিয়াল করার পর অন্তত চার ঘণ্টা ত্বকে পানি লাগাবেন না। কারণ এতে ফেসিয়াল প্রোডাক্টের গুণ ত্বকে পুরোপুরি পৌঁছনোর আগেই ধুয়ে যায়।
অন্তত দুই দিন ফেশ ওয়াশ বা ক্রিম লাগানো উচিত না। এতে কিন্তু আপনার মুখে বলিরেখা বা শও হতে পারে।
ফেসিয়ালের পর সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বককে পুড়িয়ে দিতে পারে। তাই রোদ এড়িয়ে চলুন। প্রয়োজনে ছাতা ব্যবহার করুন
বার বার মুখে হাত দেবেন না, হাতে থাকা জীবাণু থেকে ত্বকে সংক্রমণ হতে পারে।
ত্বক অনুযায়ী ফেসিয়াল করুন, নিজে ত্বকের ধরণ বুঝতে না পারলে এক্সপার্টের সাহায্য নিন।
অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিয়ে যেন আপনার ফেসিয়াল করা হয় এ বিষয়ে নিশ্চিত হয়ে নেবেন।