Date: May 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ‌‘বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে আলাপ হয়নি’

‌‘বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে আলাপ হয়নি’

September 12, 2023 09:37:07 AM   ডেস্ক রিপোর্ট
‌‘বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন নিয়ে আলাপ হয়নি’

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপে নির্বাচন প্রসঙ্গ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। দিল্লিতে হাসিনা-বাইডেনের আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে মোমেন বলেন, খুব ভালো কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বাবা-মা, ভাইদের হারিয়েছি; পরিবারের লোকদের হারিয়েছি। বাংলাদেশের জনগণই আমরা পরিবার। এদের মুখে দুই বেলা ভাত, জীবন মানের উন্নয়নের জন্য আমি কাজ করছি।

তিনি বলেন, আমার বিরাট পরিবার, ১৭০ মিলিয়নের পরিবার। এদের আমি সুযোগ-সুবিধা সৃষ্টি করে দিতে চাই। আমাদের স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশ। আমার জীবনের কাম্য একটাই, দেশবাসীর মঙ্গল করা। সরকারপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, তিনি কী বলেছেন সেটা আমি জানি না। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমরা কখনও চাপের মুখে ছিলাম না। আমরা চাপের মধ্যে নেই। আমরা আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপের মধ্যে নেই। আপনারা (গণমাধ্যম) বরং চাপের মধ্যে আছেন। আর আপনারা (গণমাধ্যম) আমাদের চাপের মধ্যে পেলতে চান।