Date: February 12, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

February 09, 2025 09:06:59 AM   উপজেলা প্রতিনিধি
বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মো. তুহিন, শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর থানার হত্যা মামলার আসামি জালাল উদ্দিনকে (জালু) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বিরুদ্ধে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জবেদা খাতুনের স্বামীকে হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১/০৯/২০২৪)। ওই মামলায় জালাল উদ্দিন (জালু) ৯১ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা প্যানটেক্স মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জালাল উদ্দিনকে গ্রেফতার করে। তবে খবর পেয়ে তার বড় ভাই, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। তারা পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি করে জোরপূর্বকভাবে জালাল উদ্দিনকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যান।

অভিযুক্ত বিএনপি নেতা হলেন গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪৫)।

এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এসআই সোহরাব ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। কিছু দুর্বৃত্ত আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তবে আমি শুনেছি, আমার ছোট ভাই জালাল উদ্দিনকে পুলিশ আটক করেছে। কিন্তু আমি ঘটনাস্থলে ছিলাম না, এ বিষয়ে আমি কিছুই জানি না।"

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, "আমি ঘটনা শুনেছি, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"