Date: April 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলা ও ভাংচুর: সালথায় ইউপি চেয়ারম্যান আটক

বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলা ও ভাংচুর: সালথায় ইউপি চেয়ারম্যান আটক

February 11, 2025 02:56:06 PM   উপজেলা প্রতিনিধি
বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলা ও ভাংচুর: সালথায় ইউপি চেয়ারম্যান আটক

সালথা সংবাদদাতা, ফরিদপুর:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ী বহরে হামলা ও ভাংচুরের মামলায় ফরিদপুরের সালথায় গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু আটক হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে গট্টি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাবিবুর রহমান লাভলু, যিনি লক্ষনদিয়া গ্রামের মৃত লাল মামুদ মাতুব্বারের ছেলে, নৌকা প্রতীকে পরপর দুইবার গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সালথা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বিএনপির নেত্রীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় হাবিবুর রহমান লাভলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লাভলু চেয়ারম্যানকে দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।