Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই -কাদের

বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই -কাদের

February 18, 2023 10:15:46 PM   স্টাফ রিপোর্টার
বিএনপি পুড়িয়ে মারে, আমরা পাহারা দেই -কাদের

গাজীপুর সংবাদদাতা:
বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব কারণে আমরা জনগণকে পাহারা দেই। আমরা জনগণের পাহারাদার।
গতকাল দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের ‘বিভক্ত রাজনীতি’তে সেতু তৈরি না হয়ে দেয়াল উঁচু থেকে উঁচু হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই অলঙ্ঘনীয় দেয়াল ভেঙে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। বাংলাদেশের অস্তিত্বের জন্য জীবনধারায় ও গণতন্ত্র চর্চার জন্য রাজনীতিতে সেতু নির্মাণ আবশ্যক হয়ে উঠেছে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের রেশ ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মামুন ভাই (মামুনুর রশীদ) একটা সেতু নির্মাণ করতে বলেছেন, আমি পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, সারাবিশ্ব অবাক হয়েছে। আমরা প্রমাণ করেছি, ইয়েস উই ক্যান। তিনি বলেন, আমরা (পদ্মা সেতু নির্মাণ) করেছি। কিন্তু রাজনীতি... পলিটিকস ইজ সো ডিভাইডেড, সো পোলারাইজড, সো ডিভাইসিভ; রাজনীতিতে সেতু নির্মাণ অনেক চ্যালেঞ্জিং। কবে যে হবে, তা আমি জানি না। এখানে ব্রিজ নির্মাণ করতে পারছি না, শুধু দেয়াল উঠছে। আমাদের পারস্পরিক সম্পর্কের যে দেয়াল উঁচু থেকে উঁচুতে যাচ্ছে। সেতু আমরা নির্মাণ করতে পারছি না। অনুষ্ঠানে বাংলাদেশের নাটক ও অভিনয় শিল্পীদেরও প্রশংসা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের নাটক গুণে-মানে, অভিনয়ে ও সংলাপে অনেক সমৃদ্ধ। আমাদের শিল্পীরা অনেক ট্যালেন্টেড।
তিনি বলেন, অভিনয় কেন নিয়ন্ত্রণ করতে হবে? অভিনয়তো নিয়ন্ত্রণের বিষয় না। এই কালো আইন আমরা তুলে দিয়েছি। এখন আর নেই। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, কোনো পালোয়ান আপনাদের নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা আমি আশ্বস্ত করতে পারি। বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা আমাদের করণীয় দায়িত্ব। এ সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না। শিল্পী সমিতির সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ, তারিক রহমান খান। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান।