বিনোদন প্রতিবেদক:
‘বিগ বস্ ওটিটি ২’-এর বিজয়ী ও সমাজমাধ্যম প্রভাবী এলভিশ যাদব । উত্তর ভারতে বেশ জনপ্রিয় তিনি। ইউটিউবে এখন তার অনুরাগীর সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি। সম্প্রতি হুমকি ফোন পেতে শুরু করেন এলভিশ। কোটি টাকার ওপর দাবি করা হয় তার কাছে। এই ফোন পাওয়ার পরেই পুলিশের দ্বারস্থ হন এলভিশ। এরপর গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
পুলিশের সন্দেহ ছিল ওয়াজিরাবাদ থেকে ওই উড়ো ফোন পেয়েছিলেন এলভিশ। তবে শেষ পর্যন্ত গুজরাটের বাদনগর এলাকার বাসিন্দা শাকির মাকরাণিকে গ্রেপ্তার করে গুরুগ্রাম পুলিশ। এই ঘটনায় গুরুগ্রাম পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলভিশ নিজেও।
চলতি বছরে ‘বিগ বস্ ওটিটি’-র দ্বিতীয় সিজ়নের বিজয়ী এলভিশ। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে রিয়্যালিটি শোয়ে পা রেখেছিলেন তিনি। তবে ঘরে পা রাখার পর থেকে খেলা ঘুরিয়ে দেন এলভিশ। ‘বিগ বস্’-এর ইতিহাসে তিনিই প্রথম প্রতিযোগী, যিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে প্রবেশ করে খেতাব জিতেছেন।