Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বাগদান সারলেন নাবিলা ইসলাম!

বাগদান সারলেন নাবিলা ইসলাম!

November 06, 2023 11:00:24 AM   বিনোদন প্রতিবেদক
বাগদান সারলেন নাবিলা ইসলাম!

বিনোদন প্রতিবদেক:

ছোটপর্দার বর্তমান সময়ের অভিনেত্রী নাবিলা ইসলাম। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি সরব সামাজিক যোগাযোগমাধ্যমেও।

গতকাল রোববার (৫ নভেম্বর) রাতে আংটি হাতে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে এটা হতে যাচ্ছে।’ ছবিটি পোস্ট করার পর অনেকে ধারণা করছেন- নাবিলা বাগদান সেরেছেন। আবার অনেকে বিষয়টা নাটকের দৃশ্য বলে মনে করছেন।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় নাবিলার সাথে। তিনি বলেন, পারিবারিকভাবে এটা বলতে নিষেধ আছে। সুতরাং এটার উত্তর জানতে হলে আসলে আরও দুদিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিনদিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এ টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সব কিছুই ঠিক আছে।

উল্লেখ্য, নাবিলা ইসলামের জন্ম চট্টগ্রামে। পৈতৃক নিবাস সেখানেই। এমবিএ করছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে। মডেলিংয়ে ক্যারিয়ার শুরুর পর বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন তিনি।