ডেস্ক রিপোর্ট:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী আজ। প্রতি বছরের মতো এবারও টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং তাঁর স্মরণে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। জাতীয় শোক দিবসের সেসব অনুষ্ঠান নিয়েই আজকের এ আয়োজন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিটিভিতে সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’। শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’ দেখানো হবে সকাল ৯টায়। ১০টা ১০ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’। মঞ্চ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রচার হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ রয়েছে দুপুর আড়াইটায়। শেখ মুজিবের শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ থাকছে রাত ৮টা ৪০ মিনিটে। টেলিছবি ‘আবার আসিব ফিরে’ প্রচার হবে রাত ৯টায়।
চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখানো হবে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে ধারণকৃত আবৃত্তি অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে সহিদ রহমানের রচনা এবং অঞ্জন আইচের পরিচালনায় বিশেষ নাটক ‘রিন্টুর না ফেরা’। রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে শাইখ সিরাজের উপস্থাপনায় প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’। এনটিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘কে বলে তুমি নেই’। অংশগ্রহণে ড. বিশ্বজিত ঘোষ, শিল্পী অনুপমা মুক্তি এবং মামুন জাহিদ খান।
আরটিভিতে নাটক ‘অন্যরকম ভালোবাসা’ প্রচার হবে রাত ৮টায়। নাট্যরূপ ও পরিচালনায় মাসুম শাহরিয়ার। অভিনয়ে ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সায়রা আক্তার জাহান প্রমুখ। ‘মহানায়ক’ প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। পরিচালনায় সুমন আনোয়ার।
মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৬টায় প্রচার হবে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’। নাটক ‘বজ্রকণ্ঠ’ প্রচার হবে রাত ১০টা ৩০ মিনিটে। রোকেয়া প্রাচীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচী প্রমুখ।