নরসিংদী সংবাদদাতা:
১৫ ই আগস্ট বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী পৌরসভার ৯.টি ওয়ার্ডে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, এমপি দোয়া ও গণভোজের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভার ২ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম কাজল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আজকের এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে প্রায় চারশত সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।
দোয়া ও গণভোজের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদী সদরের এমপি নজরুল ইসলাম হিরু। এ সময় আরোও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান, মনির হোসেন ভূঁইয়া, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি, আহসানুল ইসলাম রিমন, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক, রিপন সরকার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, এসএম কাইয়ুম, সদর থানা শ্রমিকলীগের সদস্য সচিব, শফিউল ইসলাম রৌজদী, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন উপস্থিত থেকে নিজ হাতে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।