Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / বাজুসের সাবেক সভাপতি শামসুল আলম হাসু আর নেই

বাজুসের সাবেক সভাপতি শামসুল আলম হাসু আর নেই

October 27, 2023 10:55:19 AM   স্টাফ রিপোর্টার
বাজুসের সাবেক সভাপতি শামসুল আলম হাসু আর নেই

স্টাফ রিপোর্টার:

দেশের জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম হাসু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ অক্টোবর) বাজুসের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বাজুস জানায়, গতকাল দিবাগত রাত ৩টা ১০মিনিটে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে তি‌নি ইন্তেকাল করেন। সৈয়দ শামসুল আলম হাসু ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের পুত্র। তার মরদেহ শুক্রবার সিরাজগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

সৈয়দ শামসুল আলম হাসুর স্মরণে বাজুসের পক্ষ থেকে আগামী ১ নভেম্বর সারাদেশে শোক সভা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাজুস প্রেসিডেন্ট বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সৈয়দ শামসুল আলম হাসু বাজুসকে প্রাতিষ্ঠানিক রূপদানে অসামান্য অবদান রেখেছেন। বাজুসের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড বিশেষ করে জেলা শাখায় বাজুসের কার্যক্রম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।