মো. মোস্তফা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় বুড়িমারী বাসকল মাঠে আহ্বায়ক জামি আলমের সভাপতিত্বে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে জামি আলমকে সভাপতি ও আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম (প্রধান), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকার রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ, যুবদলের সভাপতি মো. রাশেদ হোসেনসহ বুড়িমারী ইউনিয়ন ও পাটগ্রাম উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
কাউন্সিলের প্রধান বক্তা ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেন।