Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের শুনানিতে অংশ নিতে ইসিতে আ.লীগ প্রার্থী

বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের শুনানিতে অংশ নিতে ইসিতে আ.লীগ প্রার্থী

December 14, 2023 09:20:07 AM   ডেস্ক রিপোর্ট
বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের শুনানিতে অংশ নিতে ইসিতে আ.লীগ প্রার্থী

ডেস্ক রিপোর্ট:

মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আপিলের শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুস সালাম।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ইসিতে এসে পৌঁছান তিনি।

জানা গেছে, আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। আপিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে অবৈধ প্রার্থীদের আপিল কার্যক্রম চলেছে ৫-৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে ১০ ডিসেম্বর। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।