Date: January 06, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’ তারকা জে হোপ

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’ তারকা জে হোপ

April 02, 2023 03:57:14 PM   বিনোদন প্রতিবেদক
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে ‘বিটিএস’ তারকা জে হোপ

দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে শারীরিকভাবে সক্ষম প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এবার এ তালিকায় নাম লেখালেন ‘বিটিএস’ তারকা জে হোপ। দ্বিতীয় বিটিএস সদস্য হিসেবে সামরিক ক্যাম্পে যোগ দিচ্ছেন তিনি। এর আগে, গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদান করেন ব্যান্ডের আরেক সদস্য জিন।

শনিবার (১ এপ্রিল) জে হোপের তালিকাভুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তার এজেন্সি বিগহিট মিউজিক। জানা যায়, তিনি একজন সক্রিয় দায়িত্বপ্রাপ্ত সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করবেন।

সম্প্রতি বিগহিট মিউজিক একটি বিবৃতি প্রকাশ করেছে। যার মাধ্যমে ভক্তদের তার প্রবেশ অনুষ্ঠানে যোগদান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তালিকাভুক্তির দিনে কোনো পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হবে না। কারণ, বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র সামরিক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। অবশ্য এই তারকা কবে সামরিক ক্যাম্পে যোগদান করবেন তার কোনো নির্দিষ্ট তারিখ বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

বিগহিট মিউজিক আরও জানায়, আমরা জে হোপের জন্য আপনার অব্যাহত ভালোবাসা এবং সমর্থন চাই যতক্ষণ না সে তার সামরিক প্রশিক্ষণ শেষ করে ফিরে আসে। আমাদের কোম্পানি এই সময়ে তার প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করবে।

প্রসঙ্গত, ১৯৫৭ সাল থেকে এই পর্যন্ত দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বিদ্যমান। যা শারীরিকভাবে সক্ষম প্রতিটি পুরুষকে ১৮ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে শেষ করতে হয়।  নিজস্ব আবেদন অনুসারে, প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সেনাবাহিনী এবং মেরিনে ১৮ মাস, নৌবাহিনীতে ২০ মাস এবং বিমানবাহিনীতে ২১ মাস কাজ করে সামরিক প্রশিক্ষণ শেষ করতে হয়।