Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বিপিএলে কে পেলেন কত টাকা

বিপিএলে কে পেলেন কত টাকা

February 17, 2023 11:54:29 AM   ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে কে পেলেন কত টাকা

দীর্ঘ দেড় মাস ধরে চলতে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নেমেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শিরোপা মঞ্চে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন হয়ে আগের তুলনায় প্রাইজমানি দ্বিগুণ পেয়েছে ইমরুল কায়েসের দল। শিরোপা জেতা কুমিল্লা জিতেছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার।

এ ছাড়াও রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স, ফাইনাল ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা, সেরা ফিল্ডার,সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান করার জন্য ক্রিকেটারদের পুরস্কার দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এক নজরে দেখে নেওয়া যাক কে পেলেন কত টাকা—

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি ২ কোটি টাকা।

সিলেট স্ট্রাইকার্স : রানার্সআপ প্রাইজ মানি এক কোটি টাকা অর্থ পুরস্কার।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট :  আসর জুড়ে ব্যাট হাতে আলো ছড়িয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের জন্য নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ১০ লাখ টাকা পুরস্কার।

সর্বোচ্চ রান : সর্বোচ্চ ৪ ফিফটিতে ৫১৬ রান করেও পেয়েছেন ৫ লাখ টাকা।

ফাইনাল ম্যাচের সেরা : কুমিল্লাকে জিতিয়ে ফাইনাল সেরা ৫ লাখ পেয়েছেন জনসন চার্লস।

সর্বোচ্চ উইকেট : সর্বোচ্চ উইকেটের জন্য যৌথভাবে ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। দুজনেই পেয়েছেন ১৭টি করে উইকেট।

সেরা ফিল্ডার : এই পুরস্কার জিতেছেন রানার্সআপ দলের মুশফিকুর রহিম।