বাংলাদেশসেরা অলরাউন্ডার তামিম ইকবাল কি আর ক্রিকেটে ফিরবেন? গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে আসন্ন বিপিএলেই দেখা যাবে এই বাঁহাতি ব্যাটারকে। গত আসরের মতো এবারও ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তিনি।
সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন তামিম। এমনকি তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতে দলটি। আগামী মৌসুমেও খেলবেন তামিম, এমনকি বরিশালের হয়ে অধিনায়কত্বও করবেন তিনি। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা লিখেছে, 'ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।'
তামিম ছাড়াও মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো জাতীয় দলের তারকাদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। মূলত সেই কারণেই ধরা দেয় শিরোপা। তামিম আবার পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। নতুন করে যখন বিপিএলকে ঢেলে সাজানো হচ্ছে, তখনও বরিশাল আস্থা রাখছে তাদের আগের সৈনিকদের ওপর।
এছাড়াও, বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে। আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এবারের বিপিএলের শিরোপার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে দলটিকে।