Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / বুবলির নাম মুখে নিতে ‘ঘেন্না’ লাগে অপুর

বুবলির নাম মুখে নিতে ‘ঘেন্না’ লাগে অপুর

June 18, 2024 03:23:33 PM   বিনোদন প্রতিবেদক
বুবলির নাম মুখে নিতে ‘ঘেন্না’ লাগে অপুর

ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির দা-কুমড়া সম্পর্কের বিষয়টা কারোই অজানা নয়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন অনেক আগেই। তবে এখনও গণমাধ্যমে শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে শবনম বুবলিকে ইঙ্গিত করে নানাবিধ মন্তব্য করেছেন অপু বিশ্বাস।


যদিও ওই সাক্ষাৎকারে বুবলির প্রসঙ্গে কথা বলতে একরকম অনিচ্ছা প্রকাশ করছিলেন অপু। নায়িকার কথায়, ‘ঈদের এত সুন্দর মুহূর্তকে অসুন্দর করতে চাই না। আসলে ওনার (বুবলির) নামটাই মুখে নিতে ইচ্ছা হয় না। ওকে পচা আলু বলছি, ঘেন্না লাগে ওর নামটা নিতে। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন, সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘোরে, তাকে আসলে যোগ্য-অযোগ্য বলতেও বিবেকে বাধে।’

বুবলিকে ঘৃণা করলেও তার ছেলে শেহজাদ খান বীরকে ভালোবাসেন অপু বিশ্বাস। কিন্তু বুবলি সাংবাদিকদের কাছে দাবি করেন, ছেলে বীরকে বিরক্ত করেন অপু। অথচ বীরকে নিয়ে কখনও নেতিবাচক কথা তোলেননি অপু।


এ প্রসঙ্গে বুবলিকে ইঙ্গিত করে অপু বলেন, ‘সে আমার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়েও প্রশ্ন তুলেছে। ওই জায়গা থেকে তাকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছাই আমার নেই। কারণ, অযোগ্য মানুষের কথা নিয়ে যুক্তি দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা। তাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না।’

 

অপু কীভাবে শাকিবের স্ত্রী হলেন বুবলির এমন দাবির প্রেক্ষিতে অপু বলেন, ‘সেটা উনিই (বুবলি) ভালো জানতে পারবেন। ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়ার রুচি আমার নেই। যদি প্রশ্নটা ওনার থাকে, তাহলে প্রশ্নটা ওনাকেই করবেন। দ্যাটস ইট।’

চিত্রনায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে পারস্পরিক কোনো সম্পর্ক নেই বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন এই নায়ক। তবে তাদের সন্তান জয় ও বীরের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। মাঝেমাঝেই দুই সন্তান বাবা শাকিব খানের সঙ্গে দেখা করেন। এদিকে গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে কাদা ছোড়াছুড়ি করেন অপু-বুবলি।