Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / বিমার চমকে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার

বিমার চমকে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার

August 13, 2023 10:34:37 AM   ডেস্ক রিপোর্ট
বিমার চমকে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার

ডেস্ক রিপোর্ট: 
বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস।

আজ(১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ দিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির। কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৩৫টি প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৯৩ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।এ দিন দাম বেড়েছে মাত্র ৭৫টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৮৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭১টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে রূপালী লাইফের শেয়ার। তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপারের শেয়ার। আলিফ ইন্ডাস্ট্রিজের, দেশবন্ধু পলিমার, এর পরের তালিকায় যথাক্রমে রয়েছে–আরডি ফুড, জেমেনি সী ফুড, এমারেল্ড অয়েল, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সোনালী আশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৮ পয়েন্টে। এ দিন সিএসইতে ১৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৮৮টির দাম।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৩০ টাকার শেয়ার ও ইউনিট।