অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
ব্রাজিলে ভুট্টা উৎপাদন পূর্বাভাস কমিয়েছে দেশটির খাদ্য সরবরাহ ও পরিসংখ্যান সংস্থা কোনাব। নির্দিষ্ট সময়ের মধ্যে আবাদ সম্পন্ন না হওয়ায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স। লাতিন আমেরিকার দেশটিতে সাধারণত জমি থেকে সয়াবিন উত্তোলন শেষ হওয়ার পরই ভুট্টা আবাদ করা হয়। কিন্তু চলতি মৌসুমে তেলবীজটির উত্তোলন দেরিতে সম্পন্ন হয়েছে। ফলে পিছিয়েছে ভুট্টার আবাদও।
জানুয়ারিতে ৯ কোটি ৬২ লাখ টন ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল কোনাব। কিন্তু সম্প্রতি তা কমিয়ে ৯ কোটি ৪৯ লাখ টন ধরা হয়েছে। সংস্থাটি বলছে, ব্রাজিলের মাতো গ্রোসো দো সোল প্রদেশে সবচেয়ে বেশি কৃষিপণ্য উৎপাদন হয়। বৃষ্টিপাতের কারণে সয়াবিন উত্তোলন করতে পারছেন না এখানকার কৃষকরা। প্রদশেটিতে এখন পর্যন্ত ১২ শতাংশেরও কম জমিতে ভুট্টার আবাদ হয়েছে।