Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বর্ণাঢ্য আয়োজনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 11, 2023 02:39:23 PM   জেলা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে “সুস্থ শিশু-সুরক্ষিত আগামী” প্রতিপাদ্যে নোয়াখালী পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী অতিরিক্তি জেলা প্রশাসক মো. নাজমুল হায়দার। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার বলেন, টেকশই উন্নয়ন লক্ষমাত্রা ও স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগুতে হবে। নোয়াখালী জেলায় সমাজ সেবা বিভাগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এ কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মূখ্য আলোচকের বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে কাজ করছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আপনের কার্যক্রম। দেশজুড়ে আপন ফাউন্ডেশন সভা, সেমিনার, র্যালী, সচেতনতামূলক প্রোগ্রাম, ফ্রি মেডিকেল ক্যাম্প, প্যারেন্টিং ট্রেনিং, টিচার্স ট্রেনিং, প্রি-স্কুলিং ম্যানেজম্যান্টসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে আপন চিত্রাংকণ প্রতিযোগিতা, খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করে। করোনাকালীন সময়ে শিশুদের মানসিক অস্থিরতা, একাকিত্ব, একঘেয়েমী থেকে কিছুটা স্বস্তি দেয়ার লক্ষে আপন সারা দেশে অনলাইন চিত্রাংকণ প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ৫০ জনের অধিক প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করে। এতে বিশেষ শিশুরাও অংশগ্রহণ করে থাকে। 

তিনি আরও বলেন, আমি বিভিন্ন সেমিনার, আলোচনা সভাগুলোতে শিশুদের মানসিক-শারিরীক, নৈতিক বিষয় নিয়ে মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে থাকি। যেহেতু আজকে আমাদের ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান তাই আজ সংক্ষেপে আমি শিশুদের বিকাশ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 

তিনি বলেন, শিশুর বিকাশ বলতে আমরা সাধারণত শারীরিক বৃদ্ধিটাকেই বুঝে থাকি। শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক, ভাষাগত, নৈতিক, বুদ্ধিবৃত্তিক, আবেগীক, সামাজিক সবধরণের বিকাশ নিয়েই একটি শিশু একজন পরিপূর্ণ মানুষ হয়। মূলত শিশুর বিকাশ শুরু হয়ে যায়, মায়ের গর্ভে থাকাকালীন। সেই সময়ে মায়ের খাদ্যাভাস, পারিবারিক পরিবেশ, মায়ের মানসিক অবস্থা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মায়ের সম্পর্ক, চিকিৎসা সব কিছুর উপর নির্ভর করে শিশুর বিকাশ। আজকে যে শিশু মায়ের গর্ভে আছে আগামীতে সেই শিশুই জাতিকে নেতৃত্ব দিবে। রাজনৈতিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এককথায় সর্বক্ষেত্রে। শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক বিষয়গুলো তাদের সুস্থভাবে বেড়ে উঠার জন্য, সুস্থ জাতি গঠনে কতটা জরুরী তা সচেতন মানুষ মাত্রই জানেন। আমাদের মতো দেশে যারা এখনও নিরক্ষরতা দূরীকরণের লড়াই চালিয়ে যাচ্ছি। কিছুদিন হলো আমরা দারিদ্রতা দূরীকরণের একটা ধাপ অতিক্রম করেছি। দরিদ্র রাষ্ট্রগুলো থেকে মাত্র উন্নয়নশীল দেশে প্রবেশ করা শুরু করেছি।

আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মহাসচিব রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা খাদিজা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখি নুর জাহান নীলা, নোয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিকুল্লাহ প্রমুখ।

আগত বিশেষ অতিথিগণ শিশুদের জন্য আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতে সংস্থাটি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিশুবিকাশ ফাউন্ডেশন পরিচালিত চাইল্ডহোমের শিশুরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

songbads
 

অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সারাদেশে পরিচালিত ‌কার্যক্রমের অংশ হিসাবে নোয়াখালী জেলার সর্বত্র আপন শিশু বিকাশ  বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়াও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ব্যাতিক্রমধর্মী স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এই জেলায়।