ডেস্ক রিপোর্ট:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।গ্রেপ্তারের নাম মো. রাকিব হোসেন (২১)। তার বাড়ি পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই গ্রামে। আজ বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
তিনি বলেন, এটিইউয়ের একটি দল অভিযান পরিচালনা করে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. রাকিব প্রাইভেট সিকিউরিটি কোম্পানির গার্ড হিসেবে মহাখালীর একটি বহুতল ভবনে কাজ করত। সে জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ও সক্রিয় সদস্য হয়।
তিনি আরও বলেন, রাকিব সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সে নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কাজেও জড়িত ছিল। রাকিব গোপনে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করত। একইভাবে সে তার অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বনানী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।