Date: September 07, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক

July 18, 2024 02:03:55 PM   নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না। ওয়েবসাইটে ঢু মারলে ‘This page isn’t working’ লেখা দেখা যায়।

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেখা যায়, দ্যা রেসিসটেন্স৩ নামের একটি গ্রুপ এটি হ্যাক করে। সেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যায়। এর মধ্যে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করা পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রয়েছেন।

এছাড়াও পেজের মাঝখানে ইংরেজিতে লেখা IT'S NOT A PROTEST ANYMORE, IT'S A WAR NOW। যার বাংলা অর্থ দাঁড়ায় এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।

এর আগে, বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটটি (bsl.org.bd) হ্যাক হয়েছে বলে জানা যায়।