Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / বাংলাদেশে শান্তি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশে শান্তি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে : তথ্যমন্ত্রী

July 21, 2023 10:13:12 AM   ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে শান্তি বিনষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ। তারা শুধু গর্জন করতে পারে, আর কিছুই পারে না। তারা যদি দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করবে।

আজ শুক্রবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন।

হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সেটি শুধু পাকিস্তানেই আছে। আমার প্রশ্ন, তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে!নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান তথ্যমন্ত্রী।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ উপস্থিত ছিলেন।