ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল আবারও শুরু হয়। তবে প্রতিটি ট্রেনকে দীর্ঘ বিলম্ব নিয়ে ঢাকা ছাড়তে হচ্ছে। যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাইছেন না তাদের টিকিট ফেরত নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার।
তিনি বলেন, দুর্ঘটনায় পতিত হওয়ার ট্রেন লাইনসহ সব লাইন এখন সচল রয়েছে। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ট্রেন ঢাকায় আসতে পারেনি এবং অনেক ট্রেন শিডিউল অনুযায়ী ঢাকা ছাড়তে পারেনি। ফলে চলাচলে বিলম্ব হচ্ছে।
স্টেশন ব্যবস্থাপক বলেন, বিলম্ব হলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রী বিলম্বিত ট্রেনে যেতে চাইছেন না তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, ট্রেনটি প্রায় আধা ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্ল্যাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের ৬টির মতো বগি লাইনচ্যুত হয়েছে। দেখা গেছে, লাইনের পাত ভেঙে গেছে। পরে চাকাগুলো নিচে পড়ে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হয়নি।