Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল

February 10, 2024 06:52:24 AM   জেলা প্রতিনিধি
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল

মোস্তাকিম খান:
দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিকে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম (ভারত), জোহরের পর বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত), এর বাংলা তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান করবেন মাওলানা ওসমান (পাকিস্তান), এর বাংলা তরজমা করবেন মাওলানা আজিমউদ্দিন। মাগরিবের পর বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত), এর বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

রোববার ফজরের পর বয়ান করবেন মুফতি মাকসুদ (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), এর বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।