Date: November 24, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি পরীক্ষা

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি পরীক্ষা

March 08, 2023 09:51:43 PM   ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি পরীক্ষা

এখন পর্যন্ত বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোটে একটি। সেটাও আবার গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে এবার ঘরের মাটিতে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যার প্রথমটিতে বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্বাগতিক দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে।

এর আগে বুধবার (৮ মার্চ) সাগরিকায় যথারীতি অনুশীলনে ঘাম ঝরিয়েছে দুই দলই। এদিন সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠের সেন্ট্রাল উইকেটে বড় শট খেলতে দেখা গেছে টাইগারদের। বোলিং কিংবা ব্যাটিং সবখানেই ছিল সাকিবের সরব উপস্থিতি। ম্যাচের আগের দিন সাকিব যেন বনে গেলেন দলের পরামর্শক।

এদিন দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভাবনার কথা। রনি তালুকদার, তানভীর ইসলাম বা তৌহিদ হৃদয়দের নিয়ে করেছেন মন্তব্য। হাথুরু বলছিলেন, 'তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ এখনই। এটার মানে এই নয় যে তারা একটিই সুযোগ পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, এমনই খেলো।'

এদিকে সাগরিকার উইকেটে খুব বেশি রান হবে না দাবি করে হাথুরু বলেন, 'আমরা সবাই রান চাই। তাই না? এটাই বিনোদন। রানের জন্যই মানুষ খেলা দেখতে আসে। বোলাররা ভালো করলে অন্য হিসেব। তবে মানুষ রান দেখতেই আসে। ২০তম ওভারে ম্যাচ শেষ হতে দেখতে চায়। এমনকি টিভি ভিউয়ার, স্পন্সররাও এটাই চায়। আমরাও সেটাই চাই। আমার মনে হয় তৃতীয় ওয়ানডের পিচের মতোই উইকেট থাকবে। এত দ্রুত বদলে ফেলা যায় না।'

ইংল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস জানিয়েছেন সিরিজে প্রতিদ্বন্দ্বিতার কথা। ইংলিশ অলরাউন্ডার ওকস বলছিলেন, 'টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সত্যিই উত্তেজিত। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আবারো একটি উদাহরণ তৈরি করতে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। সেই (অস্ট্রেলিয়া) বিশ্বকাপ জয়ের পর থেকে আমরা আর কোনো সিরিজ খেলিনি। তাই আবারও, এই কন্ডিশনে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর।'

ওকস যোগ করেন, 'হ্যাঁ অবশ্যই, এটি একটি কঠিন সিরিজ হবে। আমি মনে করি যখনই আমরা এখানে আসি আমরা জানি, এটা একটা চ্যালেঞ্জ। অনেক বেশি স্পিন, কম, ধীর গতির উইকেটের বিরুদ্ধে খেলা। আপনি যেমন বলেছেন, বাংলাদেশ এখানে কিছু ভালো দলকে হারিয়েছে, তাই এটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।'

বাংলাদেশের বিপক্ষে তাদের কন্ডিশনে খেলাটা কঠিন দাবি করে ওকস বলছিলেন, 'আমি মনে করি আপনি যখনই বাংলাদেশের বিপক্ষে খেলবেন, বিশেষ করে ঘরের কন্ডিশনে, এটা একটা কঠিন পরীক্ষা। আপনি জানেন, আমরা ওয়ানডেতে যেমন দেখেছি, মানে শেষবার এখানে আসার পর থেকে এখানে হারিনি। তাদের (বাংলাদেশ)  বিপক্ষে সিরিজটা সবসময়ই কঠিন। এটা আমাদের জন্য একটি পরীক্ষা হবে, যখনই ইংল্যান্ড দল বা আমরা এখানে আসি, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সুতরাং, আমরা একটি কঠিন, কঠিন, কঠিন সিরিজ আশা করি।'

গুঞ্জন রয়েছে প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ঘটতে যাচ্ছে তৌহিদ হৃদয়ের। একইসঙ্গে একাদশে দেখা যেতে পারে রনি তালুকদারকে। এছাড়া দলে প্রথমবার ডাক পাওয়া স্পিনার তানভীর ইসলামের একাদশে সুযোগ থাকছে কমই। সেক্ষেত্রে যেমন হতে পারে একাদশ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ-

সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান।