টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বিদায় নেওয়ার পরপরই উগান্ডার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন ব্রায়ান মাসাবা। আজ বৃহস্পতিবার দলের এক মিটিংয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
নতুনদের সুযোগ করে দিতেই দলের দায়িত্ব ছাড়েন উগান্ডাকে ৬০ ম্যাচে নেতৃত্ব দেওয়া এই অধিনায়ক। পাশাপাশি আর্ন্তজাতিক ক্যারিয়ারেরও ইতি টানেন তিনি।
বিশ্বআসরে এসে দলকে ইতিহাসগড়া জয় উপহার দিয়েছেন মাসাবা। পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে উগান্ডা। যদিও ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে হেরে বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
মাসাবা বলেন, ‘আমরা নতুন একটা চক্রে প্রবেশ করছি। দলকে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় এটাই। যেকোনো পর্যায়ে উগান্ডাকে নেতৃত্ব দেওয়া সম্মানের, বিশ্বকাপের কথা বাদ দিন।’
হুট করেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেননি জানিয়ে মাসাবা বলেন, ‘দায়িত্ব ছাড়া নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবছি।’
২০১৯ সালে প্রথমবার উগান্ডার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন মাসাবা। ৬৩টি ম্যাচ খেলে ২৭ ইনিংসে বোলিং করেছেন তিনি। এসব ম্যাচে তার উইকেট ২৪টি। এছাড়া ৩৯ ইনিংস ব্যাট করে তুলেছেন ৪৩৯ রান। এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে বোলিং করে নিয়েছেন ৫ উইকেট ।