Date: November 25, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / দুই টুর্নামেন্ট ঘিরে সিরিয়াস ভারতের কোচিং প্যানেল যাচ্ছে বিশ্রামে

দুই টুর্নামেন্ট ঘিরে সিরিয়াস ভারতের কোচিং প্যানেল যাচ্ছে বিশ্রামে

July 17, 2023 02:19:09 PM   ক্রীড়া ডেস্ক
দুই টুর্নামেন্ট ঘিরে  সিরিয়াস ভারতের কোচিং প্যানেল যাচ্ছে বিশ্রামে

খেলারপত্র ডেস্ক:
সামনে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ, তাও আবার ঘরের মাটিতে। এর আগে এশিয়া কাপের মর্যাদাপূর্ণ আসর। এই দুই টুর্নামেন্ট ঘিরে এখন থেকেই বেশ সিরিয়াস ভারতের ক্রিকেট কর্তারা। এই দুই টুর্নামেন্ট ঘিরে এখন থেকেই বড় ধরণের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা। যার অংশ হিসেবে বিশ্রামে যাচ্ছেন দেশটির কোচিং প্যানেল। 
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের দেয়া তথ্য অনুযায়ী, ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরে থাকছেন না রাহুল দ্রাবিড় এবং তার কোচিং প্যানেলের স্টাফরা। ওয়েস্ট ইন্ডিজের সাথে  যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সরাসরি ভারত ফিরে আসবেন তারা। আর বাকি দল চলে যাবে আয়ারল্যান্ডে। 
রাহুল দ্রাবিড়ের সাথে বিশ্রামে থাকবেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাথোড় এবং বোলিং কোচ পরশ মামব্রে। তাদের বদলে আয়ারল্যান্ডে ভারতের কোচ হবেন দেশটির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বর্তমান কোচ ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণের সাথে এই সিরিজে ভারতের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিতে পারেন ঋষিকেশ কানিতকর। আর বোলিং কোচের ভূমিকা দেখা যেতে পারে সাইরাজ বাহুতুলেকে। 
তবে ভারতীয় ক্রিকেটে ভিভিএস লক্ষ্মণের এমন দায়িত্বপালনের ঘটনা এবারই প্রথম না। এর আগেও আয়ারল্যান্ড সফরে দলটির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। ইংল্যান্ডে একটি টি২০’তেও লক্ষ্মণ কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। জিম্বাবুয়ে সফর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে প্রধান কোচের ভূমিকায় পাওয়া গিয়েছিল তাকে। 
এমনকি গতবছর নিউজিল্যান্ড সফরেও ভারতের কোচ ছিলেন লক্ষ্মণ। সেবারও সাইরাজ বাহুতুলে এবং ঋষিকেশ কানিতকরকে দেখা গিয়েছিলো তার সাথে। 
এদিকে আয়ারল্যান্ড সফরের জন্য ভারত দল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। প্রধান নির্বাচক অজিত আগারকার ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ শেষে দল ঘোষণা করবেন। ধারণা করা হচ্ছে এই সফর দিয়েই ভারতের জার্সিতে আবার দেখা যাবে জাসপ্রিত বুমরাহকে। 
ওয়েস্ট ইন্ডিজে বর্তমানে ব্যস্ত সময় পার করছে ভারত। এরপর সেখান থেকে ডাবলিনে তিন টি-টোয়েন্টি খেলতে উড়াল দিবে তারা। এরপরেই এশিয়া কাপ এবং ঘরের মাঠে বিশ্বকাপের মিশনে নামবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।