Date: October 16, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ নিহত ৪

লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ নিহত ৪

October 14, 2024 05:43:58 AM   জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ নিহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
রোববার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি আব্দুল মনাফ বলেন, ‘মাইশা ইকরা ক্ল্যাসিক’ নামের বাসটি ‘ক্ল্যাসিক মেঘনা’ ব্যানারে চলছিল। যানটিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আরেকজন মারা যান।
এর বাইরে আরও ১৪ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে।
আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন।
তিনি বলেন, আহতদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।