স্টাফ রিপোর্টfর:
বিস্ফোরকের সন্ধানে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে তল্লাশি চালিয়েছে পুলিশ। রেললাইনে বিস্ফোরক রাখা আছে- এমন তথ্য পেয়ে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পৃথকভাবে এই তল্লাশি চালায়।
ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বিস্ফোরক রয়েছে বলে তথ্য পেয়েছি। সেটার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে এখনো ঘটনার সত্যতা নিশ্চিত হতে পারিনি।
এ বিষয়ে ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরকের তথ্য পেয়ে আমাদের টিম পুরো রেললাইনে তল্লাশি চালিয়েছে। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
এ বিষয়ে সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঢাকা পোস্টকে বলেন, তথ্য পেয়ে আমরা হেঁটে হেঁটে ট্রেন লাইনে তল্লাশি চালাচ্ছি। এখনো কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি।