Date: April 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র নতুন কমিটি গঠিত হয়েছে

বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র নতুন কমিটি গঠিত হয়েছে

November 16, 2022 02:57:20 AM   নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র নতুন কমিটি গঠিত হয়েছে

তাসফিক হোসেন, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড (বিএনইজি)’র ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক মাতৃভূমি খবরের বার্তা সম্পাদক মো. মইনুল ইসলাম বাদল চৌধুরী সভাপতি, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী সাধারণ সম্পাদক, দৈনিক দেশেরপত্র পত্রিকার এস এম সামসুল হুদা অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (১৫ নভেম্বর) পল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। ১৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শাহ মতিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রথম প্রহর পত্রিকার নাসির উদ্দীন,অর্থ সম্পাদক দৈনিক দেশেরপত্র পত্রিকার এস এম সামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক টাচ নিউজ ২৪ ডটকমের নিজাম উদ্দীন দরবেশ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক উইমেন নিউজ ২৪ ডটকমের মাহমুদা আকতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ মনিটর জাহিদ হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক সময় নিউজ ২৪ ডটকমের দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন।
কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মনজুরুল আলম আঙ্গুর, অগ্রণী বার্তার আলী আশরাফ আখন্দ, ডিবিসি নিউজের মুক্তাদির অনিক, গণ সংবাদ ডটকমের শাহ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দৈনিক স্বদেশ বিচিত্রা টুটুল হুমায়ুন, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার মাকসুদুল আলম রবি, দৈনিক আমার বার্তা পত্রিকার শাহীন আলম, যায় সময় পত্রিকার মিজানুর রহমান, সারাদেশ ডটকমের মোশারফ হোসেন ভূইয়া, দৈনিক বজ্রশক্তি পত্রিকার শাকিলা আলম।