Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / কুতিনহোর ইনজুরিতে বিশ্বকাপ শেষ

কুতিনহোর ইনজুরিতে বিশ্বকাপ শেষ

November 07, 2022 06:39:22 PM   ক্রীড়া প্রতিবেদক
কুতিনহোর ইনজুরিতে বিশ্বকাপ শেষ

ইনজুরিতে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা ফিলিপে কুতিনহো । কাতার বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল।

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা। ওই ম্যাচে স্বাগতিক ভিলার হয়ে মাঠে নামেননি কুতিনহো। রোনালদোদের হারানোর পর দলটির নতুন কোচ উনাই এমেরি দিয়েছেন বড় দুঃসংবাদ।  

এমেরি জানিয়েছেন, অনুশীলনের সময় ঊরুর পেশিতে চোট পান কুতিনহো। এই চোটে তাকে অন্তত ৯ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে ব্রাজিলের জার্সিতে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না বার্সেলোনার সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারের।

এ বছরের জানুয়ারিতেই কালাতান জায়ান্টদের কাছ থেকে ধারে কুতিনহোকে দলে ভেড়ায় অ্যাস্টন ভিলা। ২০২১-২২ মৌসুমের শেষদিকে ১৯ ম্যাচ খেলে ৫ গোল করেছিলেন তিনি। এরপর এই গ্রীষ্মে তাকে পাকাপাকিভাবে দলভুক্ত করে ভিলা।  

ভিলায় নতুন মৌসুমে একেবারেই নিষ্প্রভ কুতিনহো। গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারছেন না। ফলে ধারণা করা হচ্ছিল বাজে ফর্মের কারণেই তাকে দল থেকে বাদ দিয়েছেন এমেরি। কিন্তু পরে তিনি নিজেই খোলাসা করলেন, কারণটা ইনজুরি।