Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

November 12, 2022 05:21:24 PM   ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দল ঘোষণা করল কাতার

ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশ কাতার উদ্বোধনী ম্যাচ খেলবে আগামী ২০ নভেম্বর। এদিন তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। দেশটি প্রথমবারের মতো অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্বাগতিকদের কোচ ফেলিক্স সানচেজ। গ্রুপ ‘এ’ তে তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক সেনেগাল ও নেদারল্যান্ডস।
কাতারের ২৬ সদস্যের দল
গোলরক্ষক : সাদ আল শিব, মেশাল বারশিম, ইউসুফ হাসান।
ডিফেন্ডার : পেড্রো মিগুয়েল, মোসাব খেদার, তারেক সালমান, বাসাম আল-রাবী, বাউলেম খাউখি, আবদেলকারিম হাসান, ইসমাইল মুহাম্মদ, হোমাম আহমেদ, জসেম জাবের।
মিডফিল্ডার : আলী আসাদল্লা, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল হাজারী, মোস্তফা তারেক, করিম বাউদিয়াফ, আব্দুল আজিজ হাতেম।
ফরোয়ার্ড : নায়েফ আল হাধরামি, আহমেদ আলাদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমেজ আলী, মুহাম্মদ মুনতারি, খালেদ মনির।