Date: December 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / সংবাদ সম্মেলন করলেন বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ হোসেন

সংবাদ সম্মেলন করলেন বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ হোসেন

December 16, 2024 04:17:06 PM   উপজেলা প্রতিনিধি
সংবাদ সম্মেলন করলেন বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ হোসেন

মোস্তাফা, পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাশেদ হোসেন তার বিরুদ্ধে আনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় বুড়িমারী ব্যবসায়ী অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তিনি। মো. রাশেদ হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় একটি অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়।

তিনি আরও জানান, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দেখতে পান, জমি সংক্রান্ত যেসব অভিযোগ আনা হয়েছে, সেখানে যাদের বাদী হিসেবে উল্লেখ করা হয়েছে, তারাও অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে মো. রাশেদ হোসেন বলেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি সঠিক তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচনের দাবি জানাই।"

তিনি এসব ভিত্তিহীন অভিযোগের সঠিক তদন্ত এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।