Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : শ্রম উপদেষ্টা

ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : শ্রম উপদেষ্টা

October 26, 2024 11:50:53 AM   নিজস্ব প্রতিবেদক
ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : শ্রম উপদেষ্টা

দ্রুত ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতীয় ভোক্তা সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়। জিডিপির প্রায় ১৫ শতাংশ। এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে, একই সঙ্গে জনকল্যাণেও কাজে আসবে।

তিনি বলেন, তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে। সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে। কোনো বাধা এলে সরকার তা মোকাবিলা করবে।