স্টাফ রিপোর্টর:
মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে মো. হৃদয় হোসেন ওরফে কালু (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ছুরি জব্দ করে মিরপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, হৃদয় নির্জন কোনো স্থানে মানুষের কাছে অর্থ সহযোগিতা চায়, এরপর সুযোগ বুঝে ছুরির মুখে সব ছিনতাই করে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হৃদয় একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে ২টি মামলা আছে। সে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। নির্জন কোনো স্থানে একা কোনো ব্যক্তিকে দেখলে দাঁড় করায়। সে অসুস্থ, এতিম। তার ছেলের দুরারোগ্য ব্যাধি। এসব বলে আর্থিক সহযোগিতা চায়। এসময় আশেপাশে কেউ না থাকলে ছুরি বের করে ওই ব্যক্তির মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, গতকাল রাতে মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন আল বারাকা রেস্টুরেন্টের সামনে একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।