Date: May 07, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন ৬ প্রার্থী

ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন ৬ প্রার্থী

December 18, 2023 11:29:02 AM   স্টাফ রিপোর্টার
ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন ৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচন করছেন চট্টগ্রাম-১৩  আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আজ সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কার্যালয় থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তার পাশাপাশি আসনটিতে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।

তাদের মধ্যে জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ হামেদ হোছাইন পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবুল হোসেন পেয়েছেন মোমবাতি, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. আরিফ মঈন উদ্দিন পেয়েছেন একতারা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক পেয়েছেন বটগাছ ও তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী পেয়েছেন সোনালী আঁশ।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। এরপর আজ (সোমবার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।