Date: September 16, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

September 02, 2024 01:30:29 PM   ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

আসন্ন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আসছে অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে প্রতিযোগিতাটি।


উইমেন্স সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে।

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে পাকিস্তান ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।


নেপালের দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের।

স্বাগতিক নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল। এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল।