Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ভারতের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

ভারতের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

July 16, 2023 04:29:46 PM   ক্রীড়া ডেস্ক
ভারতের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়

 খেলারপত্র ডেস্ক:
সবশেষ আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেলেন রিঙ্কু সিং। এশিয়ান গেমসের জন্য ভারত টি-টোয়েন্টি দলে রুতুরাজ গায়কোয়াড়, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠীদের সঙ্গে ডাক পেলেন তিনিও। এশিয়ান গেমসের ১৯ আসরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার হতে যাচ্ছে ক্রিকেট ইভেন্ট। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভারত। টি-টোয়েন্টি সংস্করণের এই লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে তারা।
চীনের হাংজুতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে এশিয়ান গেমস শেষ হবে ৮ অক্টোবর। এই আসরে ভারত ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন ২০২৩ আইপিএলের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস ওপেনার রুতুরাজ।
এই প্রতিযোগিতার জন্য এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশের কারোরই পূর্ণ শক্তির দল পাঠানোর সুযোগ নেই। আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই মূল ক্রিকেটাররা ব‍্যস্ত থাকবেন ওই টুর্নামেন্টেই।
সবশেষ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৬২৫ রান করা ইয়াশভি জয়সওয়ালও আছেন এই দলে। তিনি ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল থেকে রাখা হয়েছে তিলক ভার্মা, রবি বিষ্ণই, আর্শদিপ সিং, মুকেশ কুমার ও আভেশ খানকে।
১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসে আগের দুই ক্রিকেট ইভেন্ট হয়েছিল ২০১০ ও ২০১৪ সালে। পুরুষদের লড়াইয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, পরেরবার শ্রীলঙ্কা। আর নারীদের ইভেন্টে দুইবারই চ্যাম্পিয়ন পাকিস্তান।
এশিয়ান গেমসে ভারতের টি-টোয়েন্টি দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), ইয়াশভি জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, আভেশ খান, আর্শদিপ সিং, মুকেশ কুমার, শিভাম মাভি, শিভাম দুবে, প্রাভসিমরান সিং।   
স্ট্যান্ড বাই: ইয়াশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কাটেশ আইয়ার, দিপক হুডা, সাই সুদর্শন।