জেলা প্রতিনিধি বরগুনা:
বিশ্ব ভালোবাসা দিবসে বরগুনায় ফুলের চাহিদা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে লাল গোলাপ। চাহিদা বেশি থাকায় ২০ টাকার গোলাপ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে ফুলের দাম চড়া থাকায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বরগুনার ফুলের দোকানগুলো ঘুরে দেখা যায়, বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুলেল শুভেচ্ছা জানাতে ফুলের দোকানে ভিড় করেছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। কেউ ফুল কিনতে এসেছেন বাবা-মায়ের জন্য। আবার কেউ এসেছেন স্বামী-স্ত্রী বা সন্তানের জন্য ফুল কিনতে। তবে সব ধরনের ফুলেরই দাম চড়া।
প্রতিপিস গোলাপ বিক্রি হচ্ছে ১০০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২০ টাকায়। রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে ৬০ টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫ টাকা। ছোট তোড়া বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে, ৭৫০ টাকা। অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০০ টাকা। গত সপ্তাহে ৫০০ টাকায় বিক্রি হলেও মাঝারি ফুলের তোড়াগুলো বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়।
ফুল কিনতে আসা আয়েশা আক্তার নিশি বলেন, ‘স্বামীর জন্য ফুল কিনতে এসেছি। দোকানদার ভালোবাসা দিবসকে পুঁজি করে অতিরিক্ত টাকা চাচ্ছেন। কোনো উপায় না পেয়ে ১০০ টাকায় একটি গোলাপ কিনেছি।’
ফুল বিক্রেতা অজয় নাথ বলেন, ভালোবাসা দিবসে ফুলের চাহিদা বেশি থাকে। পাইকারি বাজার থেকে আমাদের বেশি দামে কিনতে হয়। যে কারণে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।