Date: September 08, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানালেন জামাল ভূঁইয়া

ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানালেন জামাল ভূঁইয়া

February 21, 2023 12:39:54 PM   ক্রীড়া ডেস্ক
ভাষা দিবসে ইংরেজিতে শ্রদ্ধা জানালেন জামাল ভূঁইয়া

ভাষার জন্য জীবন দিতে হয়েছে-এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন। যেদিন মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন সালাম, বরকত ও রফিকরা। আর তাই প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় বিশ্বজুড়েই।  

ভাষা শহীদদের স্মরণে দেশজুড়ে চলছে নানা আয়োজন। সম্মান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাদ যাচ্ছেন না ক্রীড়াঙ্গনের মানুষরাও। তবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বাংলার পরিবর্তে ইংরেজিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক সৃষ্টি করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

নিজের ফেসবুক পেজে মঙ্গলবার এক পোস্টে ইংরেজিতে ভাষা দিবসের শ্রদ্ধা জানিয়েছেন জামাল। ইতোমধ্যে অনেকেই এটি নিয়ে সমালোচনা করছে। যে ভাষার জন্য এতো প্রাণ ঝড়েছে, সেই ভাষা দিবসে অন্তত বাংলায় শ্রদ্ধা জানানো যেত বলে মত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেরই।

বাংলাদেশ অধিনায়কের পোস্টের কমেন্ট ঘরে নাসির উদ্দিন নামের একজন লিখেছেন, ‘ভাই,যে ভাষার জন্য এতো সংগ্রাম আর রক্ত দিতো হলো। অন্তত আজকের দিনে পোস্টটা বাংলা ভাষায় লিখতে পারতেন।’

dhakapost
জামাল ভূঁইয়ার সেই পোস্ট।
রাশেদ মিলন নামের একজন মন্তব্য করেছেন, ‘যে ভাষার জন্য এতো রক্ত, এতো প্রাণ গেল, তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তাও আবার অন্য ভাষায়...বাহ বাহহ। আপনাদের শ্রদ্ধাবোধ খুবই সুন্দর।’

জ্যেষ্ঠ এক ক্রীড়া সাংবাদিকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, ও (জামাল) ঠিকমতো বাংলা বলতে পারে না, সেটা সমস্যা না। বছরের প্রতিদিন ইংরেজিতে লিখুক, তাও সমস্যা নেই। তবে আজ অন্তত বাংলায় লিখতে পারতো। সেই সঙ্গে তিনি এও জানালেন, এই কাজটা হয়তো তার পেজের এডমিনরা করে থাকতে পারে। তবুও তার খেয়াল রাখা উচিত বলে মনে করেন ওই সাংবাদিক।

উল্লেখ্য, জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী একজন বাংলাদেশি। ২০১৪ সাল থেকে ঢাকায় নিয়মিত ফুটবল খেলছেন তিনি। তবে বাংলাদেশের জাতীয় দলে তার অভিষেক হয়েছিল ২০১৩ সালে।