মিন্টু হোসাইন:
কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীর ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকেলে ৪ টায় বাহিরচর ইউনিয়নের বারমাইল টিকটিকিপাড়া ও মুন্সীপাড়ার ধারদিয়ে বয়েচলা পদ্মা নদীর ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করেন, জাসদ সভাপতি, সাবেক তথ্য মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, জাসদ কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ ওয়াসিম, ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শ্রী অসিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বকুল, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফি (শফি হাজী), সহ-সভাপতি আব্দুস সাত্তার, বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান সহ জাসদ নেতৃবৃন্দ।