ডেস্ক রিপোর্ট:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ মঞ্চ ভেঙে পড়েছে। আজ শনিবার সমাবেশ শুরুর আগেই দলীয় নেতাকর্মীদের ভিড়ে মঞ্চ ভেঙে পড়ে।
এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে বাংলা টিভি'র সিনিয়র রিপোর্টার শিউলী আক্তার (৪৪), ছাত্রদলকর্মী নাঈম হোসেন (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানান, আহত দুজনের মধ্যে নাঈমের বাঁ পা ভেঙে গেছে। তাকে ভর্তি করা হয়েছে। সাংবাদিক শিউলির বাঁ পায়ের গোড়ালি মচকে যায়। আমরা তাদের প্লাস্টার করে দিয়েছি।
আহত নাঈম রামপুরা এলাকার বাসিন্দা। নিজেকে ছাত্রদল কর্মী দাবি করে তিনি বলেন, স্টেজের পেছনের দিকে ছিলাম। হঠাৎ স্টেজটি ধসে পড়ে। অনেক নেতাকর্মী মঞ্চে উঠে পড়ায় এমনটি হয়েছে। এদিকে শনিবার দুপুর ২টার পর এ সমাবেশ শুরু হয়। কর্মসূচিটি আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।