খেলারপত্র ডেস্ক:
বসুন্ধরা কিংসের নারী দলের কোচ, সাবেক ফুটবলার এবং সোনালী অতীত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম জিলানী মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। বসুন্ধরা কিংস এবার সাবিনার অধিনায়কত্বে ও সৈয়দ গোলাম জিলানীর ধকোচিংয়ে নারী লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে।
সৈয়দ গোলাম জিলানী গত মৌসুমে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কোচ ছিলেন। এরপর বসুন্ধরা নারী দলের দায়িত্ব নেন।
সকাল ১০টার দিকে রামপুরা সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জিলানী। মোটরসাইকেলে শাহজাহানপুরের বাসা থেকে বসুন্ধরায় যাচ্ছিলেন তিনি। এসময় বেটার লাইফ হাসপাতালের সামনে উল্টোপথে আসা আরেকটি মোটরসাইকেল জিলানীর মোটরসাইকেলের চাকায় আঘাত করলে দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, জিলানীর হাতে দুটি অপারেশন প্রয়োজন।
জিলানী ঘরোয়া ফুটবলে পরিচিত নাম। নব্বইয়ের দশকে আরামবাগ, ভিক্টোরিয়াতে খেলেছেন। এরপর কোচিংয়ে আসেন। দীর্ঘদিন ফেডারেশনে গ্রাসরুট কোচ হিসেবে ছিলেন। জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দুই দফায় দায়িত্ব পালন করেছেন।