নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সামনের সড়ক খালি করতে এগিয়ে যান তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের মৌখিক অনুমতি মেলার রাজধানীর আরামবাগ এলাকায় আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে আরামবাগ এলাকায় জড়ো হয়ে প্রতিবাদী সংগীত ও স্লোগান দিতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা।
ডিএমপির অলিখিত অনুমতির পর যথাসময়ে শুরুর পর বিকেল সোয়া ৩টার মধ্যে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছে জামায়াতে ইসলামী।
এরপর কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নির্দেশে আরামবাগ থেকে বেরিয়ে কমলাপুর হয়ে শাহজাহানপুরের দিকে মিছিল নিয়ে বের হয়ে যান দলটির নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচিতে অনড় থাকা জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ শেষ করলেও কোনো নতুন কর্মসূচি দেয়নি।